সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

মেহেরপুরের জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্র উদ্ধার, তিনজন আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ২১:৪৭

সংগৃহীত

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত ব্যক্তিগত নোহা মাইক্রোবাস থেকে ধারালো চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন—সেলিম রেজা (২৭), যিনি জেলা জামায়াতের কর্মী; জেলা জামায়াতে ইসলামীর আমিরের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাসের চালক ইজারুল হক।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশির সময় তাঁদের আটক করা হয়।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় সব ধরনের যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ–১৯-৪১৪৬) তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ৩টি ফোল্ডেবল স্টিক, ১টি বিদেশি ধারালো কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার ও ১টি হ্যান্ডমাইক উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।

উল্লেখ্য, রবিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান মেহেরপুর সফরে আসেন। ওই সফরের প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top