মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

বিয়ে করলেন আরিয়ানা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২১, ১৯:১৪

ছবি:  সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন গায়িকা-গীতিকার আরিয়ানা গ্রান্ডে এখন অফিশিয়ালি বিবাহিত! ২৭ বছর বয়সী এ পপস্টার সম্প্রতি বাগদত্তা ডাল্টন গোমেজকে বিয়ে করেন বেশ গোপনীয়তায়।

সেই আয়োজন ছিল খুবই ব্যক্তিগত, মাত্র ২০ জনেরও কম সেখানে উপস্থিত ছিলেন।মার্কিন সাময়িকী পিপল এর বরাত দিয়ে জানা যায়, আরিয়ানা ও ডাল্টন বিয়ে করেছেন। অনাড়ম্বর আয়োজনে বিয়ে সম্পন্ন হয়, ২০ জনেরও কম মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সেই কক্ষ ছিল সুখ আর ভালোবাসায় পূর্ণ।

২০২০ সালের ডিসেম্বরে প্রেমিক ডাল্টন গোমেজের সঙ্গে বাগদান সারেন আরিয়ানা গ্রান্ডে। সে সময় তিনি সামাজিক পাতায় হিরের আংটি প্রদর্শন করেছিলেন। ২০২০ সালের জুনে ইনস্টাগ্রামে এ যুগল তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top