মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

'সোলস' এর সুব্রত বড়ুয়া রনি আর নেই

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২১, ১৭:১০

'সোলস' এর সুব্রত বড়ুয়া রনি আর নেই

বাংলাদেশের সোনালি দিনের তুমুল জনপ্রিয় ব্যান্ড সোলস এর অন্যতম প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান ড্রামার সুব্রত বড়ুয়া রনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ২৬ মে ভোর ৫ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি, গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বিষয়টি নিশ্চিত করেছেন।

সুব্রত বড়ুয়া রনি সংগীতের সাথে জড়িয়ে ছিলেন পাঁচ দশক ধরে। ১৯৭২ সালে চট্টগ্রামের কয়েকজন গান অন্তপ্রান তরুণ সাজিদ, জিলু, নেওয়াজ, সুব্রত বড়ূয়া রনি ও তাজুল মিলে গানের দল ‘সুরেলা’ গঠন করেন। ১৯৭৩ সালে সেই ব্যান্ডের নাম পরিবর্তন করে ‘সোলস’ রাখা হয়।

দীর্ঘযাত্রায় সোলস ব্যান্ডের সাথে ছিলেন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু। এখন আছেন পার্থ বড়ুয়া। রনির মৃত্যুতে শোকাচ্ছন্ন বাংলাদেশের গানের জগৎ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top