মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ফারহান এর বিরুদ্ধে জিডি করেলেন এক তরুণী

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২১, ২৩:০১

ফারহান এর বিরুদ্ধে জিডি করেলেন এক তরুণী

২৭ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ছোটপর্দার অভিনেতা মুশফিক রহমান ফারহান এর বিরুদ্ধে এক তরুণী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক সেই তরুণী নিজেই জানিয়েছেন।

তরুণী জানান, মুশফিকুর রহমান ফারহানের সঙ্গে তার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। তার অভিযোগ এ সময় ফারহান তাকে অত্যাচার করেছেন। সম্পর্ক ত্যাগের কথা বললেই ফারহান হুমকি দিতেন। ২৬ মে তরুণীর পুরো পরিবারকে ‘ধ্বংস’ করে দেয়ার হুমকি দেন ফারহান। এরপরই তিনি জিডি করেন।

জিডির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাহেরা খানম। এ বিষয়ে জানতে চাইলে ফারহান বলেন, ‘এখনই এ বিষয়ে বলতে চাই না। তবে এটুকু বলতে পারি- আমাকে ফাঁসানো হয়েছে।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top