শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল স্টোরে চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২১, ২১:১৩

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল স্টোরে চুরি

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্টেডিয়ামের ভেতরে অবস্থিত রিয়াল মাদ্রিদের অফিসিয়াল স্টোর থেকে চুরি হয়েছে অনেক পণ্য। সকাল সকাল এমন ঘটনায় হতবাক রিয়াল কর্তৃপক্ষ।

সকাল ৬টার দিকে চুরির ঘটনা ঘটেছে। একটি গাড়ি চালিয়ে চোরের দল স্টোরের চত্বরে ঢোকে। তারা যতগুলি পেরেছে সব অফিসিয়াল মার্চেন্ডাইজ নিয়ে গেছে। তিনটি গাড়ি ভর্তি করে শার্ট, পোশাক ও অন্য ক্লাব ব্র্যান্ডেড পণ্য নিয়ে গেছে তারা।

কোথাও একটা গোলমাল বুঝতে পেরে এক ব্যক্তি কর্তৃপক্ষের জরুরি সেবার ০৯১ নম্বরে ফোন দেন। তারাই এসে দেখেন চুরি হয়ে গেছে তাদের অনেক পণ্য। এই অপরাধের তদন্তে নেমেছে ন্যাশনাল পুলিশ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top