একবার রক্ত দিলেই ধরা পড়বে ক্যান্সার! যুগান্তকারী আবিষ্কার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ০৯:৫৯

জানেন কি—শুধু একবার রক্ত পরীক্ষা করেই ধরা পড়তে পারে আপনার শরীরের ক্যান্সার? শুনতে আশ্চর্য লাগলেও, এটাই এখন বাস্তব! আমেরিকার বিখ্যাত জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিষ্কার করেছেন এমন একটি রক্ত পরীক্ষার পদ্ধতি, যা আট ধরনের সাধারণ ক্যান্সার শনাক্ত করতে সক্ষম।
এই পরীক্ষায় রক্তে থাকা টিউমারের পরিবর্তিত ডিএনএ এবং বিশেষ প্রোটিনের চিহ্ন খোঁজা হয়। এতদিন ক্যান্সার ধরা পড়ত অনেক দেরিতে—যখন হয়তো আর কিছুই করার থাকে না। কিন্তু এই নতুন পদ্ধতি বদলে দিতে পারে সবকিছু।
এই পদ্ধতিতে প্রথমেই পরীক্ষা করা হয়েছে ডিম্বাশয়, ফুসফুস, পাকস্থলী, খাদ্যনালী, অগ্ন্যাশয়, স্তন ও মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত ১০০৫ জন রোগীর উপর। আশ্চর্যের বিষয় হলো—৭০ শতাংশ ক্যান্সারই শনাক্ত করা গেছে শুধুমাত্র এই রক্ত পরীক্ষায়!
গবেষক ডা. ক্রিশ্চিয়ান টমাসেট্টি বলছেন—আগেভাগে ক্যান্সার চিহ্নিত করতে পারলে, মৃত্যু অনেকটাই কমে যাবে। বিশেষ করে অগ্ন্যাশয়ের ক্যান্সার, যা সবচেয়ে বিপজ্জনক। কারণ ৫ জনের মধ্যে ৪ জন মারা যান, রোগ ধরা পড়ার মাত্র কয়েক দিনের মধ্যে।
এখন পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি ক্যান্সারহীন ব্যক্তিদের ওপরও চালানো হচ্ছে। যদি সফল হয়, ভবিষ্যতে হয়তো বছরে একবার রক্ত দিলেই আপনি জেনে যেতে পারবেন—আপনার শরীরে কোথাও ক্যান্সার বাসা বাঁধেনি তো?
এ পরীক্ষার সম্ভাব্য খরচ হতে পারে মাত্র ৫০০ ডলার। আর এর নাম—ক্যান্সার সিক টেটেস্ট। এই একটিমাত্র আবিষ্কার হয়তো বদলে দিতে পারে ক্যান্সারের ইতিহাস। জীবন বাঁচাতে যা লাগবে—শুধু একবার রক্ত পরীক্ষা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।