সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান বিকৃত করা হচ্ছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ১৫:১৮

ছবি: সংগৃহীত

বিএনপিকে পরিকল্পিতভাবে ‘সংস্কারবিরোধী’ রাজনৈতিক দল হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে—এমনই অভিযোগ তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন—একটি মহল পরিকল্পিতভাবে আমাদের সংস্কারপ্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। নতুন নতুন প্রস্তাব দিয়ে সংস্কারের কাজ বিলম্বিত করা হচ্ছে।

ফখরুল অভিযোগ করেন—কিছু ব্যক্তি ও গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে, তারা ভাবছে মানুষ তা বিশ্বাস করবে।কিন্তু শহরের কয়েকজনের বক্তব্য দিয়ে দেশের জনগণের মানসিকতা বোঝা যায় না।

তিনি বলেন, বিএনপি সবসময়ই গঠনমূলক সংস্কারের পক্ষে। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার কোনো পরিকল্পনায় বিএনপি নেই।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আরও বলেন—প্রধানমন্ত্রীর মেয়াদ ও দায়িত্ব নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব অস্পষ্ট। এছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ধারণা বিএনপি মানে না।

শেষে মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন—যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়; বরং অপশক্তি। প্রশ্ন উঠছে—এবার কি রাজনৈতিক সংস্কারের নামে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top