১১ ব্যাংকের বিরুদ্ধে বড় অডিট অভিযান! কী লুকোচ্ছে আর্থিক খাত?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ১১:৫০

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে এবার আরও ১১টি বেসরকারি ব্যাংকের সম্পদ যাচাইয়ে নামছে বাংলাদেশ ব্যাংক। রিফর্ম টাস্কফোর্সের আওতায় নেওয়া হয়েছে এই বড় সিদ্ধান্ত। গত ১৫ বছরে যেসব ব্যাংকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি আর ঋণ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে—তাদেরই অ্যাসেট কোয়ালিটি রিভিউ’ বা সম্পদ যাচাই করা হবে।
যেসব ব্যাংক রিভিউয়ের আওতায় আসছে: ইসলামী ব্যাংক, আল-আরাফাহ, ন্যাশনাল ব্যাংক, কমার্স ব্যাংক, ইউসিবি, আইএফআইসি, এবি ব্যাংক, প্রিমিয়ার, এনআরবি কমার্শিয়াল, এনআরবি ব্যাংক এবং মেঘনা ব্যাংক।
এই যাচাইয়ের কাজ করছে আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান ইরনেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি। ইতিমধ্যে আরও ছয়টি ব্যাংকের সম্পদ যাচাই শেষ হয়েছে—যার মধ্যে ছিল ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংক।
রিভিউয়ের মূল বিষয়গুলো কী? আর্থিক নীতিমালা, ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ শ্রেণিকরণ, খেলাপি ঋণ ও বড় ঋণগ্রহীতাদের অবস্থান, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মান, এমনকি তারল্য ও বিনিয়োগ নীতিও!
বাংলাদেশ ব্যাংকের নতুন ব্যাংক রিস্ট্রাকচারিং ইউনিট পুরো কাজটি তদারকি করছে। প্রতিটি ব্যাংকে একজন করে ফোকাল অফিসার এবং অডিট দল থেকেও একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত আছেন। প্রশ্ন হচ্ছে—এই যাচাই কি সত্যিই শৃঙ্খলা ফেরাবে, নাকি এ কেবল সময়ক্ষেপণ?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।