বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

করোনা পরিস্থিতি

বিশ্বে করোনায় মৃত্যু ২৪ লাখ ছুঁই ছুঁই

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২১, ১৭:২৭

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রায় ২৪ লাখ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। কোনভাবেই যেন কমছে না এ মহামারির প্রভাব।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৬১২ জন। মারা গেছেন ২৩ লাখ ৯২ হাজার ৬৫২ জন। সুস্থ হয়েছেন ৮ কোটি ৩২ লাখ ৯ হাজার ৪২৩জন।

করোনার থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮১ লাখ ৬ হাজার ৭০৪ জন। মারা গেছেন ৪ লাখ ৯২ হাজার ৫২১ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৮০ লাখ ৪০ হাজার ৩১২ জন।

তালিকায় ২য় অবস্থানে থাকা ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৯ লাখ ২ হাজার ৫৫০ জন। মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৫৮৮ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৫ লাখ ৯৮ হাজার ৭০৯ জন।

৩য় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৬৫ হাজার ৬৯৫ জন। মারা গেছেন ২ লাখ ৩৭ হাজার ৬০১ জন। সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৭৮ হাজার ৩২৭ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান ৪র্থ। যুক্তরাজ্য ৫ম। ফ্রান্স ৬ষ্ঠ। স্পেন ৭ম। ইতালি ৮ম। তুরস্ক ৯ম। জার্মানি ১০ম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top