সিলেটে উদ্ধার ভাঙা পাথরের নিলাম শুরু, প্রতিস্থাপন চলছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৮

ছবি: সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় উদ্ধার হওয়া ভাঙা পাথর এবার উঠছে উন্মুক্ত নিলামে। প্রশাসনের তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৭ লাখ ঘনফুট পাথর পুনঃস্থাপন করা হয়েছে ভোলাগঞ্জ ও জাফলং এলাকায়।

সম্প্রতি সিলেট সদরের ধোপাগুল ক্রাশিং জোন ও গোয়াইনঘাটের জাফলংয়ের মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মোট ১ লাখ ৮ হাজার ৯১ ঘনফুট ভাঙা পাথর। এর মধ্যে ধোপাগুল থেকে ৬১ হাজার ৯০০ ঘনফুট এবং মোহাম্মদপুর থেকে ৪৬ হাজার ১৯১ ঘনফুট।

এই ভাঙা পাথর বিক্রির জন্য নিলামের আয়োজন করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। মোহাম্মদপুরের পাথরের নিলাম অনুষ্ঠিত হবে আজ বুধবার দুপুরে, অংশ নিতে হবে ১ লাখ টাকার ব্যাংক ড্রাফট জামানত জমা দিয়ে।

আর ধোপাগুলের পাথরের নিলাম হবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়, জামানত ২ লাখ টাকা। নিলাম বিজ্ঞপ্তি ও শর্তাবলি পাওয়া যাবে বিএমডি, জেলা প্রশাসক ও ইউএনও কার্যালয়ের ওয়েবসাইটে।

এদিকে, জেলা প্রশাসক সারওয়ার আলম জানিয়েছেন—আস্ত পাথর প্রতিস্থাপন অব্যাহত আছে। গতকাল এক দিনে পুনঃস্থাপন হয়েছে ৫০ হাজার ঘনফুট পাথর। অর্থাৎ, লুট হওয়া পাথর উদ্ধারের পাশাপাশি নিলামের মাধ্যমেও চলছে আইনি প্রক্রিয়া।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top