চট্টগ্রামে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ায় আনন্দঘন গান ও সঙ্গীতের মুহূর্ত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের বিমানসেনারা চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে অনুষ্ঠিত সাত দিনব্যাপী যৌথ মহড়া “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩” চলাকালীন এক আনন্দঘন মুহূর্তে একসঙ্গে গান গেয়ে মাতোয়ারা হন।
ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশি ও মার্কিন সেনারা গিটার হাতে দাঁড়িয়ে চট্টগ্রামের আঞ্চলিক গান “হালুগাইট্ট্যে মুড়ির টিন” সুর মিলিয়ে উপভোগ করছেন। যদিও মার্কিন সেনারা চট্টগ্রামের ভাষা পুরোপুরি বুঝতে পারছিলেন না, তবুও তাল মিলিয়ে গানটি উপভোগ করতে দেখা যায়।
মহড়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে উড্ডয়ন প্রশিক্ষণ, কমব্যাট ট্র্যাকিং, সারভাইভাল এক্সারসাইজ এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম। এতে অংশ নিয়েছে বাংলাদেশি সি-১৩০জে পরিবহন বিমান, এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে বিমান। মোট অংশগ্রহণকারী সেনাসদস্যের সংখ্যা ছিল বাংলাদেশি ১৫০ এবং মার্কিনি ৯২।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, এই মহড়ার মূল উদ্দেশ্য হলো মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা ও প্রকৌশল সহায়তায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধি করা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।