শাকিব খানকে নিয়ে ভুল বোঝাবুঝি শেষ করলেন শাকিল খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭

সংগৃহীত

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও সম্প্রতি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন। একই সঙ্গে মেগাস্টার শাকিব খানকে নিয়ে অতীতে করা এক মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তার সংগ্রাম ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিল খান স্পষ্ট করে জানান, শাকিব খান এই দেশেরই সন্তান এবং আজ যে অবস্থানে তিনি পৌঁছেছেন, তা একমাত্র তার কঠোর পরিশ্রমের ফল। অতীতে “দু-একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না”—এমন মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটিও পরিষ্কার করেন এই অভিনেতা।

শাকিল খান বলেন, “আমি কখনোই শাকিব খানকে উদ্দেশ্য করে এমন কথা বলিনি। অনেকে আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। আমি সবসময়ই বলি, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত।”

মেগাস্টারের প্রশংসায় তিনি আরও বলেন, “শাকিব খান যে প্ল্যাটফর্মে আজ দাঁড়িয়ে আছে, তার পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। আমি তার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত সব দেখেছি। নিজের মেধা আর কষ্ট দিয়েই সে এই জায়গায় এসেছে।”

এছাড়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান সংকট নিয়েও কথা বলেন শাকিল খান। কিংবদন্তি নায়কদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রাজ্জাক, ফারুকরা চলে গেছেন, কিন্তু ইন্ডাস্ট্রি থেমে থাকেনি। আজ আমি আছি, কাল থাকব না—এটাই জীবনের নিয়ম।”

তবে ইন্ডাস্ট্রির পরিধি ক্রমশ ছোট হয়ে আসা নিয়ে আক্ষেপ প্রকাশ করে শাকিল খান বলেন, “একটি ভালো সিনেমার মাধ্যমে পুরো বাংলার মানুষকে একত্রিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু অনেক সময় আমরাই নিজেদের কারণে সেই পরিসর ছোট করে ফেলি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top