রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

শীতের গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বাড়তি এলএনজি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৫

ছবি: সংগৃহীত

শীত আসছে, আর সঙ্গে গ্যাসের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এবার চিন্তার কোনো কারণ নেই –কারণ বাড়তি এলএনজি দিয়ে চাহিদা মেটানো হবে। পেট্রোবাংলা জানিয়েছে, চলতি বছরের এলএনজি আমদানি ১০৮ কার্গো, যা গত বছরের তুলনায় বেশি। ধাপে ধাপে এগুলো দেশে পৌঁছাবে। আর শিল্প, আবাসিক এবং অন্যান্য খাতে সরবরাহ করা হবে।

শিল্পকারখানা যখন গ্যাস পাবে, তখনই বাসাবাড়ির গ্রাহকরাও সঠিক পরিমাণে গ্যাস পাবেন। কারণ, এটি একই নেটওয়ার্কের অংশ। দেশের গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন কিছুটা কমছে, তাই এলএনজি আমদানি জরুরি। গ্যাস বিতরণে পাইপলাইনের লিমিটেশন থাকায় নেটওয়ার্কের শেষের দিকে গ্রাহকরা কম পেতে পারেন।

তিতাস ও পেট্রোবাংলা শীতের প্রস্তুতি সম্পন্ন করেছে –যেমন বরাদ্দ ঠিক রাখা, শিল্পকারখানার গ্যাস নিশ্চিত করা, যাতে বাসাবাড়ি গ্রাহকরাও সঠিক সরবরাহ পান।

শীতের মাসগুলোতে বিদ্যুতের চাহিদা কমলেও গ্যাসের ব্যবহার গুরুত্বপূর্ণ। এলএনজি আমদানি ও সঠিক বরাদ্দের মাধ্যমে এই শীতে গ্যাস সংকটের ঝুঁকি কমানো হবে। প্রস্তুতি আছে, আর গ্রাহকরা আশা রাখতে পারেন স্বস্তির নিঃশ্বাস।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top