শিক্ষার্থীদের তীব্র আন্দোলনে রাবিতে পোষ্য কোটা স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৭

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা বা ‘পোষ্য কোটা’ নিয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত আসার পরই শুরু হয় শিক্ষার্থীদের প্রতিবাদ। সে রাতেই আন্দোলন চলে গভীর রাত পর্যন্ত। শুক্রবার জুমার নামাজের পর হয় বিক্ষোভ মিছিল, এবং বিকেলে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন।

গতকাল শনিবার আন্দোলন আরও তীব্র হয়। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে টায়ার পোড়ান, উপাচার্যের বাসভবন ঘেরাও করেন এবং উপ-উপাচার্যের গাড়িতে টাকা ছুড়ে মারেন। একপর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। জুবেরি ভবনে অবস্থান নেওয়ার পর রাতভর উপাচার্যের বাসভবনের সামনে তাৎক্ষণিক সিন্ডিকেট সভার দাবিতে আন্দোলন চলতে থাকে।

অবশেষে, গতকাল শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করে। এই বিষয়ে আজ রোববার একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। এটি শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের এক বড় বিজয়!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top