ভালুকা হত্যাকাণ্ড: ভিডিও দেখে শনাক্ত, গ্রেপ্তার ২
ধর্ম অবমাননার অভিযোগে হত্যা: তদন্তে নতুন মোড়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৩
ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন আশিকুর রহমান ও কাইয়ুম—তাঁদের বয়স ২৫ বছর। দুজনেরই বাড়ি ভালুকার জামিরদিয়া এলাকায়।
পুলিশ জানায়, ঘটনার সময় তাঁরা সেখানে উপস্থিত ছিলেন। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত করা হয়। আজ রোববার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এই নিয়ে এ ঘটনায় র্যাব ও পুলিশ মিলিয়ে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হলো।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে কারখানার ভেতরে প্রথমে দীপুকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে কারখানা থেকে বের করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহে আগুন দেওয়া হয়।
র্যাব জানায়, ধর্ম অবমাননার অভিযোগটি এখনো স্পষ্ট নয়। দীপু কী বলেছেন— তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ বলছে, তদন্ত চলমান। দোষীদের আইনের আওতায় আনা হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।