বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

সুন্দরবনে শিকারিদের ফাঁদে আহত বাঘের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৯:০৭

সংগৃহীত

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি বাঘের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার করার পর বাঘটিকে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন বাঘটির চিকিৎসার দায়িত্বে রয়েছেন।

এর আগে রোববার (৪ জানুয়ারি) বিকেলে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। পরে খাঁচায় বন্দি করে বাঘটিকে খুলনায় আনা হয়। রাতে খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে পৌঁছানোর পরপরই তার চিকিৎসা শুরু হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ। বাঘটির সামনের বাম পা হরিণ শিকারের ফাঁদে আটকে ছিল, যার ফলে পায়ে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে। বনবিভাগের বিশেষজ্ঞদের ধারণা, বাঘটি চার-পাঁচ দিন বা তারও বেশি সময় ধরে ফাঁদে আটকে ছিল।

শনিবার দুপুরের পর বনবিভাগের কাছে খবর আসে যে, মোংলার শরকির খাল এলাকা থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে একটি বাঘ হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে। খবর পাওয়ার পরই বাঘটি উদ্ধারে তৎপরতা শুরু করে বনবিভাগ। রোববার দুপুরে ঢাকা থেকে ভেটেরিনারি অফিসারসহ বিশেষজ্ঞ একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারাও উদ্ধারকাজে অংশ নেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বাঘটিকে উদ্ধার করে খুলনায় বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নেওয়া হয়েছে। বাঘটি অসুস্থ হয়ে পড়ায় তার শরীরে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে।

ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন জানান, উদ্ধার করার সঙ্গে সঙ্গেই বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি বলেন, “আমরা বাঘটিকে চরম পানিশূন্য অবস্থায় পেয়েছি। বাম পায়ে ফাঁদ লাগার কারণে রক্তনালি বন্ধ হয়ে কোষ পচে গেছে। শরীরে মাংস ও চর্বির পরিমাণ খুব কম ছিল। দীর্ঘদিন না খেয়ে থাকার ফলে মারাত্মক ডিহাইড্রেশন তৈরি হয়েছে। বর্তমানে বাঘটির অবস্থা আশঙ্কাজনক। আমরা খুলনায় বসেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। হাল ছাড়ছি না, আশা করছি বাঘটি সুস্থ হয়ে উঠবে।”

বনবিভাগ জানিয়েছে, বাঘটির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top