মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান, ঢাকা–বরিশাল সড়কে তবু দাপট
৪ মাসে মাদারীপুর অংশে ১৮ দুর্ঘটনায় নিহত ৩১
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:২৬
দেশের সব মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও ঢাকা–বরিশাল মহাসড়কে দেদারসে চলাচল করছে ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, মাহিন্দ্র ও নসিমনের মতো অবৈধ যান। এতে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত চার মাসে শুধু মাদারীপুর অংশেই ঘটেছে অন্তত ১৮টি দুর্ঘটনা, এতে প্রাণ হারিয়েছেন ৩১ জন। চলতি মাসেই চারটি দুর্ঘটনায় মারা গেছেন ১২ জন।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাদারীপুর জেলার প্রায় ৪৫ কিলোমিটার অংশে এসব তিন চাকার যান অবাধে চলাচল করছে। ফলে মহাসড়কে বাড়ছে ঝুঁকি, আতঙ্কে যাতায়াত করছেন যাত্রীরা।
বেপরোয়া গতি, মানা হচ্ছে না নিয়ম
সড়ক পরিবহন আইনে মহাসড়কে সর্বোচ্চ ৬০ কিলোমিটার এবং আঞ্চলিক সড়কে ৪০ কিলোমিটার গতিসীমা নির্ধারণ থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। নিয়মনীতি তোয়াক্কা না করে দ্রুতগতিতে চলাচলের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে।
একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা
সড়ক বিভাগ সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি সদর উপজেলার ঘটকচর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ নারীসহ সাতজন নিহত হন। এর এক সপ্তাহ আগে, ১৩ জানুয়ারি তাঁতিবাড়ি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুই নারীসহ ভ্যানের তিন যাত্রী প্রাণ হারান। এসব ঘটনার প্রতিবাদে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা, এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
যাত্রীদের উদ্বেগ, দাবি ছয় লেনের
কুয়াকাটা থেকে ঢাকার মালিবাগগামী যাত্রী সুব্রত দেবনাথ বলেন,
“ঢাকা–বরিশাল মহাসড়ক দুই লেন থেকে ছয় লেনে উন্নীত করা হলে দুর্ঘটনা অনেকটাই কমবে। তা না হলে প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাবে।”
পটুয়াখালীর নতুন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম খান বলেন,
“পদ্মাসেতু চালুর পর এই মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে। এখন যাতায়াত করতেই ভয় লাগে। প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত।”
চালকদের অভিযোগ তিন চাকার যানের বিরুদ্ধে
পরিবহন চালক গিয়াস উদ্দিন জমাদ্দার বলেন,
“মহাসড়কে ছোট যানই দুর্ঘটনার বড় কারণ। ইজিবাইক, মাহিন্দ্র ও নসিমন বন্ধ করা গেলে দুর্ঘটনা অনেক কমবে।”
মিজান পরিবহনের চালক মো. শহিদুল ইসলাম বলেন,
“আমরা দ্রুতগতিতে গাড়ি চালাই না। নতুন ও অনভিজ্ঞ চালক আর তিন চাকার যানই মূল সমস্যা।”
হাইওয়ে পুলিশের বক্তব্য
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান,
“মহাসড়কে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে জরিমানাও আদায় করা হচ্ছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।