বৃহঃস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ছোট হচ্ছে বাজেটের আকার, কমছে ব্যাংকঋণ নির্ভরতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মে ২০২৫, ১২:৫৭

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার আগামী ২ জুন সংকোচনমূলক বাজেট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কিছুটা ছোট হতে চলছে। তবে এতে সরকারের উন্নয়ন পরিকল্পনায় কোনো বাধা পড়ছে না। বরং বাজেট বাস্তবায়নে ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বছরের মূল বাজেটের চেয়ে প্রায় ৭ হাজার কোটি টাকা কম। গত কয়েক বছরের তুলনায় এবারই প্রথম বাজেটের আকার কিছুটা কমানো হচ্ছে।

এই বাজেটে ঘাটতির পরিমাণ ২ লাখ ২৬ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা থাকবে। আগের বছরগুলোর তুলনায় এটি কিছুটা কম। ঘাটতি পূরণে ব্যাংক থেকে আগের মতো বড় অঙ্কের ঋণ নেওয়া হবে না।

জানা যায়, আগামী অর্থবছরে ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা প্রায় ২৫ শতাংশ কমিয়ে ১ লাখ ৪ হাজার কোটি টাকার মধ্যে রাখার চিন্তা রয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই পরিমাণ ছিল ৯৯ হাজার কোটি টাকা। যদিও মূল বাজেটে এটি ছিল ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা।

অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকঋণ কমালে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়বে, যা বিনিয়োগে সহায়তা করবে। কারণ বর্তমানে সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার বেশি হওয়ায় ব্যাংকগুলো সরকারকেই ঋণ দিতে আগ্রহী হয়ে পড়েছে।

বাজেটের আকার কমিয়ে ও ব্যাংক ঋণ নির্ভরতা হ্রাস করে সরকার একটি ভারসাম্যপূর্ণ আর্থিক কাঠামো তৈরির চেষ্টা করছে। এতে একদিকে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে থাকবে, অন্যদিকে বেসরকারি খাতও স্বস্তি পাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top