কাঞ্চন মল্লিকের মাকে নিয়ে কটূক্তি, থানায় মামলা দায়ের
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫

ট্রল ও বিতর্ক যেন তাঁদের নিত্যসঙ্গী। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নোংরা ভাষায় আক্রমণের শিকার হন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এবার কাঞ্চন মল্লিকের প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা, যা গড়িয়েছে থানায় মামলাতেও।
ঘটনার সূত্রপাত শ্রীময়ী চট্টরাজের একটি ফেসবুক পোস্টে। সেখানে বিদিশা মুখার্জি নামে এক নারী কটূক্তি করে লেখেন— “তোর বর একটা খা* ছেলে।”* জবাবে শ্রীময়ী লিখেন, “একমাত্র আপনার বরের মতো।” এরপর ক্ষুব্ধ হয়ে শ্রীময়ী ওই নারীর ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট পোস্ট করে তীব্র প্রতিক্রিয়া জানান।
বিষয়টি এখানেই শেষ হয়নি। অভিনেতা কাঞ্চন মল্লিক জানান, তাঁর প্রয়াত মা-কে নিয়ে এ ধরনের অশালীন মন্তব্য তিনি মেনে নেবেন না। তাই এই নিগ্রহের প্রতিবাদ জানিয়ে তিনি কলকাতার উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার খবর কানে পৌঁছাতেই বিদিশা মুখার্জি ক্ষমা প্রার্থনা করে শ্রীময়ীর ফেসবুকে মন্তব্য করেন— “ম্যাম, সরি কালকের মন্তব্যের জন্য। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন প্লিজ। আর ভুল হবে না।”
তবে শ্রীময়ী চট্টরাজ ক্ষমার পথে হাঁটেননি। তিনি জানিয়েছেন, প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের যথাযথ শাস্তি হওয়া উচিত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।