ফিলিস্তিনের পতাকা হাতে ম্যারাথন দৌড়ে অভিনেতা তৌসিফ মাহবুব

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব আবারও ভক্তদের নজর কাড়লেন অভিনয়ের বাইরেও। এবার তিনি আলোচনায় এসেছেন এক ম্যারাথন দৌড়ের মাধ্যমে। রাজধানীর হাতিরঝিলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে আয়োজিত দীর্ঘ ম্যারাথনে অংশ নেন তিনি।

প্রায় ২ ঘণ্টা ৪৭ মিনিট সময় নিয়ে ২১ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন তৌসিফ। কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে অংশ নেওয়া এই অভিনেতার হাতে দৌড় চলাকালীন সময়ে ছিল ফিলিস্তিনের পতাকা, যা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। শুধু হাতে নয়, গলায়ও ফিলিস্তিনের পতাকা বেঁধে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান তিনি।

দৌড় শেষে নিজের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তৌসিফ লেখেন—
“মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়। সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!”

ভক্তরাও তৌসিফের এই সাফল্যের প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন তিনি।

বর্তমানে ওটিটি কনটেন্ট নিয়েই ব্যস্ত তৌসিফ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েবফিল্ম ‘খোয়াবনামা’। নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় এই ওয়েবফিল্মে তার বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। দর্শকদের কাছ থেকে ওয়েবফিল্মটিতে তৌসিফের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top