৭১ এ হারিয়েছি আজ ও হারাবো: চমক
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার ক্রিকেট নিয়েও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানান।
আজ রাতে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ শুরুর আগে চমক তাঁর ফেসবুক পোস্টে প্রত্যাশা ব্যক্ত করেছেন, বাংলাদেশ জিতেই ফাইনালে যাবে।
নিজের পোস্টে চমক লিখেছেন, “৭১ এ হারাইছি, আজকেও হারাব।” এরপর তিনি স্পষ্ট করে উল্লেখ করেন— বাংলাদেশ বনাম পাকিস্তান।
অভিনয়ের পাশাপাশি এবার ক্রিকেট ম্যাচ নিয়েও দর্শকের মধ্যে উত্তেজনা বাড়ালেন চমক। তাঁর এই ভবিষ্যদ্বাণী ঘিরে সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।