বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

বড়দিনের আমেজে টলিউডে ব্যস্ত শুটিং, ফ্লোরে অনির্বাণ ও সায়ন্তনের দুই ছবি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:১৩

সংগৃহীত

একদিকে বড়দিনের উৎসবের আবহ, অন্যদিকে টলিউডে জোরকদমে চলছে শুটিং। একসঙ্গে ফ্লোরে রয়েছে দুই-দুটি সিনেমা—অনির্বাণ চক্রবর্তীর ‘উল্টোরথ’ ও সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘মহেশ’। দুই ছবিরই প্রযোজক ক্যামেলিয়া প্রোডাকশনস।

‘উল্টোরথ’ ছবিতে দর্শকের জন্য থাকছে একেবারে ভিন্ন স্বাদের গল্প। এই সিনেমার অন্যতম আকর্ষণ কৌশিক সেন ও প্রিয়াংকা সরকারের অসম বয়সি জুটি। ছবির গল্প আবর্তিত এক পরিবারকে ঘিরে, যেখানে তিন প্রজন্মের পুরুষ একসঙ্গে বসবাস করেন। তাঁদের মধ্যে দু’জন বিপত্নীক। এই বাড়িতেই জিনিস বিক্রি করতে এসে প্রবেশ করে এক নারী চরিত্র, যাঁর উপস্থিতিতে বদলে যেতে শুরু করে পারিবারিক সমীকরণ। তিন প্রজন্মের চরিত্রে অভিনয় করছেন বিশ্বজিৎ চক্রবর্তী, কৌশিক সেন ও আয়ুশ। ‘সেলসগার্ল’-এর ভূমিকায় দেখা যাবে প্রিয়াংকা সরকারকে।

অসম বয়সি জুটি নিয়ে প্রশ্ন উঠলেও পরিচালক অনির্বাণ চক্রবর্তীর বক্তব্য, এই ছবিতে কেউ কারও ‘জুটি’ নন। প্রত্যেক চরিত্রই গল্পের প্রয়োজন অনুযায়ী সমান গুরুত্বপূর্ণ। কৌশিক ও প্রিয়াংকার চরিত্রের সম্পর্ক কোন দিকে যাবে, তা জানতে হলে হলে গিয়ে ছবি দেখতে হবে। ইতিমধ্যেই দু’দিনের শুটিং শেষ হয়েছে। অনির্বাণ জানিয়েছেন, প্রিয়াংকা ভীষণ সহযোগী, আর তাঁর অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই।

অন্যদিকে সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘মহেশ’ ছবির শুটিংও এগোচ্ছে দ্রুতগতিতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প ‘ফুটানিগঞ্জের মহেশ’ অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমা, তবে আধুনিক প্রেক্ষাপটে। ছবিতে থাকবে ‘সিনেমার ভেতরে সিনেমা’র ধারণা—একজন পরিচালকের দৃষ্টিভঙ্গিতে পুরো গল্প তুলে ধরা হবে। মজার বিষয়, মুখ্য চরিত্রে একজন জীবন্ত ষাঁড়কেই পেতে চান ছবির পরিচালক, যদিও এর ফলে সেন্সর জটিলতার আশঙ্কা রয়েছে।

গল্পের ‘গফুর’-এর মতোই, ষাঁড়ের সঙ্গে কাজ করতে গিয়ে পরিচালকের মধ্যেও এক ধরনের আবেগ জন্ম নেয়। শেষ পর্যন্ত সেন্সর বোর্ড ছবিটিকে আটকে দেয়—এমনই একটি বাস্তব অভিজ্ঞতার ছায়া থাকবে সিনেমার কাহিনিতে।

এই ছবির মাধ্যমে প্রথমবার মুখ্য ভূমিকায় দেখা যাবে লোকনাথ দে-কে। খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অর্ণ মুখোপাধ্যায়। এছাড়া রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, অমিত সাহা-সহ আরও অনেকে। সায়ন্তনের দাবি, তাঁর নিজের জীবনের কিছু ঘটনার প্রতিফলনও থাকবে ‘মহেশ’ ছবিতে।

সব মিলিয়ে বড়দিনের মরসুমে টলিউডে একসঙ্গে দুই ভিন্ন স্বাদের সিনেমার শুটিং ঘিরে বাড়ছে কৌতূহল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top