সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

১৬ বছরের কিশোর ওয়েন কুপারের নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৪:১৩

সংগৃহীত

হলিউডের ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতা (টেলিভিশন) পুরস্কার জিতে ইতিহাস গড়লেন মাত্র ১৬ বছর বয়সী ওয়েন কুপার। জনপ্রিয় নেটফ্লিক্স লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ ‘জেমি মিলার’ চরিত্রে তার অনবদ্য অভিনয়ই এনে দিয়েছে এই খ্যাতি।

সোমবার (১২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই জয়ের মাধ্যমে টেলিভিশনের ইতিহাসে সহ-অভিনেতা ক্যাটাগরিতে বিশ্বের কনিষ্ঠতম বিজয়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন ওয়েন। এর আগে ১৯৮০ সালে মাত্র ৯ বছর বয়সে রিকি শ্রোডার ‘দ্য চ্যাম্প’ সিনেমার জন্য পুরস্কার জিতেছিলেন।

পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত ওয়েন কুপার বলেন, “এখানে দাঁড়িয়ে থাকা এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি ও আমার পরিবার দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পাড়ি দিয়েছি। যারা আমাদের পাশে ছিলেন, তাদের জন্য আমরা চিরকৃতজ্ঞ।” তিনি আরও জানান, স্কুলের ড্রামা ক্লাসে একমাত্র ছেলে হিসেবে শুরু হলেও এখন সহকর্মীদের কাছ থেকেই প্রতিনিয়ত শিখছেন।

উল্লেখ্য, ওয়েনের অভিনীত ‘অ্যাডোলেসেন্স’ সিরিজটি সেরা লিমিটেড সিরিজ হিসেবেও গোল্ডেন গ্লোব জিতেছে। এর আগে এই চরিত্রের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডসও নিজের ঝুলিতে ভরেছিলেন তিনি। এ বছরের শুরুতেই ওয়েন ‘ফিল্ম ক্লাব’ এবং ‘উদারিং হাইটস’ সহ বড় প্রজেক্টে কাজ শুরু করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top