ঢাকা চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় দিনে যা থাকছে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৪:০৬
২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গত শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে চীনের চলচ্চিত্র দ্য জার্নি টু নো এন্ড এবং বাংলাদেশের উৎসব প্রদর্শিত হয়েছে।
উৎসবের দ্বিতীয় দিন রোববার দর্শকদের জন্য থাকছে দেশ-বিদেশের বৈচিত্র্যময় সিনেমা। ঢাকার পাঁচটি ভেন্যুতে প্রদর্শিত হবে আন্তর্জাতিক ও দেশীয় চলচ্চিত্র।
জাতীয় জাদুঘরে (প্রধান মিলনায়তন) সকাল সাড়ে ১০টায় দ্য ইমপ্লেকেবল টাইমস অব পাবলো (কিউবা) ও রেক (বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা) প্রদর্শিত হবে। বেলা ১টায় নট অ্যালোন (বেলজিয়াম), বিকেল ৩টায় মাই ফাদার’স সন (চীন) এবং বিকেল ৫টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী হবে।
অন্যান্য ভেন্যুতে যেমন, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এতে ভারত, চীন, ফিলিপাইন, তাজিকিস্তান, ইরান, আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, রাশিয়া ও যুক্তরাজ্যের সিনেমা অন্তর্ভুক্ত।
রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই আন্তর্জাতিক উৎসব আগামী ৯ দিন চলবে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে সামনে রেখে এবারের আসরেও থাকবে নানা ক্যাটাগরিতে চলচ্চিত্র প্রদর্শনী। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা এতে অংশগ্রহণ করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।