বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৮:২১

সংগৃহীত

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত বসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বিবৃতি প্রত্যাশা করতে পারবে না। তিনি এই বার্তা আবারও স্পষ্ট করেছেন ভারতের উদ্দেশ্যে।

বিবিসি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, “বর্তমান পরিস্থিতিতে এমন তৎপরতা বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ভালো কোনো উদাহরণ হবে না।” তিনি আরও বলেন, কিছু ভুল-বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে দুই দেশের সুসম্পর্ক বজায় রাখা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে বড় ধরনের টানাপোড়েন দেখা দেয়। সংখ্যালঘু নির্যাতন, সীমান্ত উত্তেজনা এবং কূটনৈতিক তলবসহ বিভিন্ন ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে ভারত বাংলাদেশে তার হাইকমিশন ও সহকারী হাইকমিশনের দায়িত্বরত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তৌহিদ হোসেন সাক্ষাৎকারে আরও জানান, অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিটি ঘটনার দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করেছে। তিনি স্পষ্ট করেন, ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না এবং ভারতের পক্ষেও একই নীতি মেনে চলা উচিত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top