সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৬

ছবি: সংগৃহীত

রাজধানীর চানখারপুলে ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছয়জন নিহত হওয়ার মামলায় ট্রাইব্যুনাল আজ (২৬ জানুয়ারি) রায় ঘোষণা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনার সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, তারা হত্যাকাণ্ড থামাতে ব্যর্থ হয়েছেন এবং হাবিবুর রহমান ওয়ারলেস বার্তার মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।

সাজাপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তারা হলেন- ইমরুল ৬ বছর, শাহবাগ থানার ওসি আরশাদ হোসেন ৪ বছর, কনস্টেবল সুজন, নাসিরুল ও ইমাজ হোসেন ৩ বছরের কারাদণ্ড।

মামলার বিচার শুরু হয় ২০২৫ সালের ১৪ জুলাই, এরপর ১১ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় ২৬ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, পাশাপাশি হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ ও ফোনালাপ আদালতে উপস্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, ৫ আগস্ট চানখারপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

এনএফ৭১/এমএ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top