বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আবু সাঈদ এক বছর পর: বুক চিতিয়ে থাকা ছেলেটার বিচার এখনো দূরে, মায়ের কান্না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১২:৫০

ছবি: সংগৃহীত

১৬ জুলাই ২০২৪—রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকে শুরু হয়েছিল ‘কোটা সংস্কার’ আন্দোলনের প্রতিবাদ। হঠাৎ, গুলির শব্দ। ধোঁয়ার মাঝে ছুটছে সবাই... কিন্তু একজন দাঁড়িয়ে ছিলেন—বুক টান করে, দুই হাত প্রসারিত করে। তার নাম আবু সাঈদ।

দুপুর ২টা ১৭ মিনিট। গুলিতে ঝাঁজরা হয়ে যায় সেই বুক। যে বুক ছিল সাহসের প্রতীক। রক্তে ভিজে যায় রংপুরের রাস্তাঘাট। আর তার নিথর দেহ ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ার পর্দায়।

আজ তার শাহাদাতের এক বছর। এক বছর ধরে বাবা-মা ঘুরছেন আদালতের বারান্দায়। বিচার চেয়ে, বেঁচে থাকার জন্য। শহীদ আবু সাঈদের মা আজও বলেন, আমার বুকের সন্তান আর আসবে না জানি। কিন্তু বিচার দেখে যেতে চাই না হলে আমারও চোখ বন্ধ হবে না।

আবু সাঈদ—একজন বিসিএস স্বপ্ন দেখা মেধাবী ছাত্র। বেরোবির ইংরেজি বিভাগের প্রথম শ্রেণিতে উত্তীর্ণ, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ, সিজিপিএ ৩.৩০। হতদরিদ্র কৃষকের সন্তান হয়েও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সাহস নিয়ে।

আজও তার মামলার বিচার শেষ হয়নি। ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ, মাত্র ৪ জন গ্রেপ্তার, বাকিরা এখনো পলাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। ২২ জুলাই পরবর্তী দিন। একটি প্রশ্ন আজও ছুঁড়ে দিচ্ছে এই জাতি—এই শহীদের বিচার কি হবেই? এই সাহসী ছেলেটার রক্ত কি ভুলে যাবে বাংলাদেশ? সে মাথা নিচু করেনি... আমরা যেন ন্যায়বিচার মাথা নিচু না করি।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top