সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নবাতিল আপিল শুনানি দ্বিতীয় দিনে

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১০:৫৮

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। নির্বাচন কমিশনের (ইসি) মাধ্যমে এই আপিল শুনানি চলমান রয়েছে।

পাঁচ দিনের আপিল গ্রহণ শেষে গত শনিবার (১০ জানুয়ারি) থেকে শুনানি শুরু হয়। প্রথম দিনে ৫২ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়, ১৫ জনের মনোনয়ন বাতিল এবং তিনটি আপিল স্থগিত থাকে। সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়েছিল। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। বর্তমানে বৈধ প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা পড়েছে গত সোমবার থেকে। প্রথম দিনে ৪২টি, দ্বিতীয় দিনে ১২২টি, তৃতীয় দিনে ১৩১টি, চতুর্থ দিনে ১৭৪টি এবং শেষ দিনে অন্তত ১৭১টি আপিল এসেছে। মোট পাঁচ দিনে ৬৪০টি আপিল আবেদন হয়েছে। বেশিরভাগই প্রার্থিতা ফিরিয়ে পেতে এবং কিছু আবেদন বৈধ প্রার্থীর মনোনয়ন বাতিলের জন্য।

ইসি সূত্রে জানা গেছে, আপিল শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top