ইসি’র দ্বৈত নাগরিকত্ব প্রার্থীদের জন্য নমনীয়তা, ২০ জন অংশ নিতে পারবেন নির্বাচনে
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বযুক্ত প্রার্থীদের ক্ষেত্রে নমনীয়তা দেখিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, যারা সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব পরিত্যাগের জন্য আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট টাকা জমা দিয়েছেন, তাদের মনোনয়নপত্র বৈধ ধরা হবে।
রোববার (১৮ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের শুনানি শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় থাকা ২৩ প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল, একজনের রায় স্থগিত রাখা হয়েছে, এবং ২০ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন।
শুনানিতে অনুপস্থিত থাকায় কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়া-এর প্রার্থিতা বাতিল করা হয়। অন্যদিকে, কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ-এর তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগ সংক্রান্ত বিষয় যাচাই করার জন্য তার প্রার্থিতার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। এতে প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।
দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও যাদের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
-
জামায়াত: ঢাকা-১ আসনে মোহাম্মদ নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ জুনায়েদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ-১ খোরশেদ আলম, চট্টগ্রাম-৯ একে ফজলুল হক, কুড়িগ্রাম-৩ মাহবুব আলম সালেহ
-
বিএনপি: দিনাজপুর-৫ এ কে এম কামরুজ্জামান, সাতক্ষীরা-৪ মনিরুজ্জামান, ফরিদপুর-২ শামা ওবায়েদ, সুনামগঞ্জ-২ তাহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া-৪ কবির আহমেদ ভুঁইয়া, ফেনী-৩ আব্দুল আউয়াল মিন্টু, শেরপুর-২ ফাহিম, মানিকগঞ্জ-৩ আফরোজা খানম রিতা
-
স্বতন্ত্র প্রার্থী: হবিগঞ্জ-১ সুজাত মিয়া, নোয়াখালী-১ জহিরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ একজন স্বতন্ত্র প্রার্থী
-
জাতীয় পার্টি: রংপুর-১ মো. মঞ্জুম আলী
-
খেলাফত মজলিশ: নাটোর-১ আজাদুল হক
-
ইসলামী আন্দোলন বাংলাদেশ: চট্টগ্রাম-৩ আমজাদ হোসেন
এছাড়া ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুনানির শেষ দিনে দুই দফায় মোট ৬৩ জন প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হয়। এতে ২৩ জনের মনোনয়ন অনুমোদন, ২১টি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে মঞ্জুর, মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে দুটি আপিল, এবং ৩৫টি আপিল নামঞ্জুর হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা কোনো পক্ষপাতিত্ব করি নাই। আই ক্যান এশিউর আমার এবং আমার টিমের পক্ষ থেকে কোনো জাজমেন্ট প্রভাবিত হয়নি।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।