জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনী একত্রিত হয়ে কম্বাইন অপারেশন চালাবে:প্রেস সচিব
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৭:৪৪
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক আবদুল মোতালেব নিহত হয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি অত্যন্ত জঘন্য একটি ঘটনা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, জঙ্গল সলিমপুরে ঘটানো এই অপরাধের বিরুদ্ধে সব বাহিনী একত্রিত হয়ে একটি কম্বাইন অপারেশন চালানো হবে। হামলায় জড়িত প্রত্যেককে গ্রেফতার করা হবে, এবং আশেপাশে লুট হওয়া সমস্ত অস্ত্র উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
প্রেস সচিব বলেন, “ওখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, যারা এটায় ইন্ধন জুগিয়েছেন বা যুক্ত ছিলেন, সবাইকে গ্রেফতার করা হবে।”
এছাড়া, নির্বাচনের বিষয়ে একটি প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, নির্বাচনের ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা নেই। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, “নির্বাচন হবে ফ্রি, ফেয়ার ও পিসফুল। বাংলাদেশি জনগণ ভোটকেন্দ্রে অংশ নেবে, এবং আমরা রেকর্ড ভোটার উপস্থিতি আশা করছি।"
তিনি আরও জানান, নিরাপত্তা প্রক্রিয়া সম্পূর্ণ প্রস্তুত এবং ৯ লাখ বাহিনী সদস্য মোতায়েন থাকবেন। একই সঙ্গে সিসিটিভি ও বডি-ওন ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। তিনি সতর্ক করে বলেন, কিছু ব্যক্তি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, কিন্তু নির্বাচন নির্ধারিত ১২ ফেব্রুয়ারি একদিন আগেও বা একদিন পরেও হবে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।