রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করছে ইসি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৯

সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিকে লক্ষ্য রেখে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য নির্বাচন কমিশন (ইসি) ব্রিফিং শুরু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে ঢাকার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত এ ব্রিফিং গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়, তবে অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সিনিয়র সচিব ব্রিফিং করবেন। তিনি বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন কী পদক্ষেপ নিয়েছে তা ব্রিফিংয়ে জানানো হবে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত আছেন।”

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, এবার ৮৩টি বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৩৬টি সংস্থা আসার বিষয়ে নিশ্চিত করেছে। এছাড়া ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষক অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থান করবেন। ইইউ পর্যবেক্ষকরা প্রায় ৫৮ জন, সব মিলিয়ে নির্বাচনের সময় প্রায় ৩০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক থাকবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের আগমনী ভিসাসহ অন্যান্য ভিসা সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে। তবে বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top