সাতক্ষীরায় নির্বাচন কমিশনারের সাথে জামায়াতের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০০:৪৭
সাতক্ষীরা জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন দাবি নিয়ে জেলা নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা নির্বাচন কমিশনারের কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ। এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের প্রার্থী মুহাদ্দীস আব্দুল খালেক, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, শহর আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু ও জেলা সেক্রেটারী খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাতে জেলা নির্বাচন কমিশনার মোঃ মাসুদুর রহমানসহ অন্যান্য নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের বিভিন্ন দাবি ও মতামত মনোযোগ দিয়ে শুনে কমিশন প্রয়োজনীয় ও যৌক্তিক বিষয়গুলো বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে।
সাক্ষাৎ শেষে অধ্যক্ষ ইজ্জতউল্লাহ গণমাধ্যমকে জানান, প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে ভোটার হওয়ার জটিলতা দূর করতে তিনি কমিশনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ভোটাধিকার সুরক্ষায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনার আহ্বান জানান।
তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবে বলে কমিশন আশ্বস্ত করেছে। তবে এখনো সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি ইসি। কোনো কর্মকর্তা যদি অনিয়ম করেন, আমরা তা জানাবো—কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।”
এছাড়া তফসিল ঘোষণা, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক দলের প্রচারণায় হামলা-নির্যাতনের বিষয়ে প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছে।
অধ্যক্ষ ইজ্জতউল্লাহ বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড ও মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি। বড় বড় কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে যে প্রশ্ন উঠেছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।”
জামায়াতের প্রতিনিধি দলের মতে, নিরপেক্ষ প্রশাসন ও নিরাপদ পরিবেশ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—এ কারণে তাদের এসব দাবি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। মোজাফ্ফর রহমান, সাতক্ষীরা
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।