শরীয়তপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ হাজারের বেশি মটরসাইকেল শোডাউন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০০:৪৮
শরীয়তপুরে ২ হাজারেরও বেশি মটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপভ্যান নিয়ে নির্বাচনী শোডাউন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শরীয়তপুর-১ আসনের এমপি প্রার্থী আলহাজ হযরত মাওলানা মুফতি তোফায়েল আহমেদ কাসেমীর নেতৃত্বে অনুষ্ঠিত এই শোডাউন সদর উপজেলা ও জাজিরা উপজেলায় অনুষ্ঠিত হয়।
শোডাউনটি সদর উপজেলার আঙ্গারিয়া বাজারের নদীর পাড় থেকে শুরু হয়ে জেলা শহর হয়ে জাজিরা উপজেলার পদ্মা সেতুর গোলচত্ত্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। শোডাউনটি শহরের বিভিন্ন সড়ক, অলিগলি, গ্রাম, বাজার ও পাড়ামহল্লা প্রদক্ষিণ করে। আঙ্গারিয়া বাজার, মনহর বাজার, পালং বাজার, আড়িগাঁও বাজার, ডোমসার বাজার, শৌলপাড়া, চিকন্দী, লাউখোলা, কাজিরহাট বাজার ও জাজিরা বাজারসহ নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় এমপি প্রার্থী আলহাজ হযরত মাওলানা মুফতি তোফায়েল আহমেদ কাসেমী বলেন, “এ আসনের মানুষ শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতি চায়। শান্তিকামি জনগণের ভালোবাসাই আমার শক্তি। ইনশাআল্লাহ আমরা পরিবর্তন আনব, শান্তি, ন্যায়, উন্নয়ন ও মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠা করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে সকল দপ্তর ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করা হবে।”
শোডাউনে অংশ নেন বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ হাফেজ মোহাম্মদ কেয়ামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মানিক মিয়া, জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলামসহ স্থানীয় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শরীয়তপুরে এই মটরসাইকেল শোডাউন রাজনৈতিক উত্তেজনা ও নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নজরকাড়া আয়োজন হিসেবে রেকর্ডে যাচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।