জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই মুহূর্তকে ঘিরে সারাদেশে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
এদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা অনুষ্ঠানের কারণে জনদূর্ভোগের সম্ভাবনা থাকায় বিএনপি আগাম দুঃখ প্রকাশ করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানস্থ দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি জানিয়েছেন স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পথিমধ্যে একটি সংক্ষিপ্ত ৩০০ ফুটের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এবং সেখানে তিনি ছাড়া আর কোনো বক্তা থাকবেন না।
স্বদেশ প্রত্যাবর্তনের পরপরই শুক্রবার বাদ জুমা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি পরিদর্শন করবেন তারেক রহমান। এরপর তার সফর শেষ হবে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে। পরবর্তী দিন, শনিবার, তিনি জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।