নুরুল হক নুর ও রাশেদ খানের জন্য যে ২ আসন ছাড়ল বিএনপি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য আসন ছাড় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলন থেকে জানা যায়, নুরুল হক নুর মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-৩ আসনে এবং রাশেদ খান মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনে। এছাড়া বিএনপি জোটভুক্ত ও শরিক দলের জন্য আরও ৭টি আসন ছাড় দিয়েছে। এই আসনগুলোতে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী দিচ্ছে না, বরং জোট শরিকদের সমর্থন দেবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।