তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি ছাড়লেন মীর আরশাদুল হক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:১১
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। তিনি অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষা করতে এনসিপি ব্যর্থ হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। মীর আরশাদুল হক এনসিপিতে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবের পাশাপাশি নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির মনোনয়নও পেয়েছিলেন।
নিজের পোস্টে তিনি লিখেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু গত ১০ মাসে আমার কাছে প্রতীয়মান হয়েছে যে দল ও নেতারা সেই প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ। যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই।”
তিনি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করার কোনো বিকল্প নেই। তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে একটি পরিষ্কার ভিশন উপস্থাপন করছেন, যা আমাকে আকৃষ্ট করেছে।”
মীর আরশাদুল হক সকল তরুণ নেতাদের উদ্দেশ্যে বলেন, “পপুলিজম বা কোনো হুজুগে প্রভাবিত না হয়ে দেশের সামগ্রিক স্বার্থ ও ভবিষ্যৎ বিবেচনা করে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সহযোগিতা করা উচিত।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।