নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৫:০৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তার জোটের কয়েক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নাহিদ ইসলামের এই মনোনয়ন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবেও গণ্য হবে। একই আসনে বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ূমের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা ও মান্ডা) আসনে এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ (মতিঝিল, পল্টন, রমনা ও শাহবাগ) আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।