রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ২৩:৪৮

সংগৃহীত

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (৭০) মারা গেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।

আব্দুর রহমান নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ার সিপাহীবাড়ির বাসিন্দা ছিলেন। তিনি মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে।

এর আগে অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে তিনি মারা যান।

তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top