শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব থেকে সংসদ নির্বাচনে বিএনপির সাত প্রার্থী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১২:০৮

সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা সাতজন সাবেক নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং দুজন সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতারা বর্তমানে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন এবং এবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছাত্রদলের সাবেক সভাপতিদের মধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি), আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন (টুকু) ও রাজীব আহসান। আর সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম খান ও হাবিবুর রশিদ।

ফজলুল হক মিলন ১৯৯২ সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বর্তমানে তিনি গাজীপুর জেলা বিএনপির সভাপতি। এবারের নির্বাচনে তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত–সমর্থিত ১১–দলীয় জোটের প্রার্থী খায়রুল হাসান।

শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) ১৯৯৭ সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএনপির মনোনয়নে তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করছেন। এর আগে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এ্যানি বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী রেজাউল করিম।

ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ২০০৪ সালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক। এবারের নির্বাচনে তিনি খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছেন।

২০১০ সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন সুলতান সালাউদ্দিন (টুকু)। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। এবারের নির্বাচনে তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদলের পর তিনি যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির প্রচার সম্পাদক।

২০১৪ সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন রাজীব আহসান। এবারের নির্বাচনে তিনি বরিশাল-৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ–কাজীরহাট) আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছেন। তিনি বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে আমিরুল ইসলাম খান ২০১০ সালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–এনায়েতপুর–চৌহালী) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেন।

২০১২ সালে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন হাবিবুর রশিদ। এবারের নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া ছাত্রদলের সাবেক নেতাদের মধ্য থেকে আরও অনেকেই এবারের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক আমানউল্লাহ আমান ঢাকা-২ আসন থেকে নির্বাচন করছেন। তিনি বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বর্তমানে দলের যুগ্ম মহাসচিব।

নোয়াখালী-৬ আসনে মোহাম্মদ মাহবুবের রহমান শামীম, শরীয়তপুর-৩ আসনে মিয়া নুরুদ্দিন আহমেদ (অপু), খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম (বকুল), সিলেট-২ আসনে তাহসিনা রুশদী, ফরিদপুর-৪ আসনে শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৩ আসনে এস এম ওবায়দুল হক, মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান এবং মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান তালুকদার বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানিয়েছেন, ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সাবেক নেতাদের মধ্য থেকে এবার প্রায় ৩৪ জনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দল সার্বিক রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top