বেতন বকেয়ার অভিযোগে বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৪:৪০
ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার কিউবা মিচেল বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দিয়েছেন। নতুন বছরের তৃতীয় দিনেই কঠিন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। শনিবার (আজ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্লাব ছাড়ার কারণ স্পষ্ট করে তুলে ধরেন কিউবা।
চলতি মৌসুমে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরা কিংসে যোগ দিয়ে আলোচনার জন্ম দেন এই প্রতিভাবান ফুটবলার। তবে কয়েক মাস যেতে না যেতেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। কিউবা তার পোস্টে লিখেছেন, ‘আজ আমি বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ দীর্ঘদিন ধরে আমার প্রাপ্য বেতন পরিশোধ করা হয়নি। এটাই আমার সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ। পাশাপাশি যেসব সমস্যা বারবার সামনে এসেছে কিন্তু কোনো সমাধান হয়নি, সেই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া মানসিক ও শারীরিকভাবে খুবই কঠিন হয়ে পড়েছিল।’
২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস। অভিষেক মৌসুমেই রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেসকে দলে ভিড়িয়ে আলোচনায় আসে ক্লাবটি। দীর্ঘদিন ধরেই কিংস খেলোয়াড় ও কোচিং স্টাফদের চুক্তির বাইরেও অতিরিক্ত অর্থ ও বোনাস দিয়ে আসছিল।
তবে গত ৫ আগস্টের পর থেকে আর্থিক সংকটে পড়ে ক্লাবটি। এর প্রভাব পড়ে ফুটবলার ও কোচদের চুক্তিকৃত অর্থ পরিশোধে। পাওনা না পেয়ে একাধিক বিদেশি ফুটবলার ও কোচ ফিফায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ফিফা বসুন্ধরা কিংসের ওপর খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপ করে।
দেশি ফুটবলারদেরও পাওনা থাকলেও তারা কঠোর অবস্থানে না গেলেও আর্থিক সংকটের কারণে ক্লাব ছাড়েন জাতীয় দলের ফিনল্যান্ডপ্রবাসী ডিফেন্ডার তারিক কাজী। এবার একই পথে হাঁটলেন কিউবা মিচেল।
কিউবার বিদায়ে বসুন্ধরা কিংসের বর্তমান সংকট আরও স্পষ্ট হলো। একসময় দেশের ফুটবলে আধিপত্য বিস্তার করা ক্লাবটি এখন আর্থিক ও সাংগঠনিক চ্যালেঞ্জে কঠিন সময় পার করছে।
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।