সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

রাতভর দেশ ছাড়ার গুঞ্জনের মধ্যেই বিসিবিতে হাজির বুলবুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৬

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন। এমন খবর শোনার পর ক্রিকেট ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

তবে বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছেন, বুলবুল দেশে রয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি নিজ অফিসে হাজির হন এবং শের-ই-বাংলা স্টেডিয়ামের চারপাশে হাঁটাহাঁটি করতে দেখা গেছে তাকে।

এই সময় বোর্ডে নানা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং সংক্রান্ত অভিযোগ ওঠায় তিনি অডিট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে, পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন।

এছাড়া বিতর্কের মধ্যে থাকা পরিচালক এম নাজমুল ইসলাম অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ফেরত দিচ্ছেন বলে জানা গেছে। পরিচালক মোখলেসুর রহমান শামীমও অডিট কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এবং বিষয়টি আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে।

এই পরিস্থিতিতে দেশের বাইরে যাওয়ার গুঞ্জন নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছিল। তবে সব তথ্য মিলিয়ে বোঝা যাচ্ছে, বুলবুল ঢাকাতেই অবস্থান করছেন এবং বোর্ডের চলমান সংকট মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছেন।

এনএফ৭১/এমএ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top