মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নেপালে সোশ্যাল মিডিয়া ব্যান, বিক্ষোভে নিহত ১৯

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮

ছবি: সংগৃহীত

নেপালে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। কাঠমান্ডুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন—এর মধ্যে একজন মাত্র ১২ বছরের শিশু। আহত হয়েছেন আরও শতাধিক।

ফেসবুক, এক্স, ইউটিউবসহ ২৬টি প্ল্যাটফর্ম ব্লক করার পর জেন জি তরুণদের ডাকে সোমবার পার্লামেন্টের সামনে জমায়েত হয় হাজারো মানুষ। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা পার্লামেন্ট কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করলে পুলিশ জলকামান, রাবার বুলেট আর টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে।

সরকার বলছে, ভুয়া খবর, হেইট স্পিচ আর অনলাইন জালিয়াতি ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু বিক্ষোভকারীদের হাতে শুধু সোশ্যাল মিডিয়া নয়, দুর্নীতি বিরোধী প্ল্যাকার্ডও দেখা গেছে। তারা বলছেন—‘এনাফ ইজ এনাফ’।

কাঠমান্ডুসহ আরও কয়েকটি শহরে কারফিউ জারি হয়েছে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রাজধানীতে। প্রধানমন্ত্রী কে পি ওলি জরুরি বৈঠক ডাকলেও, সরকারের ভেতরেই এখন আলোচনা চলছে—এই নিষেধাজ্ঞা কি তুলে নেওয়া হবে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top