ইলন মাস্ক পুনরায় বিশ্বের শীর্ষ ধনীর আসনে ফিরলেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৮

আবারও বিশ্বের ধনীদের তালিকার শীর্ষে এলন মাস্ক। কয়েক ঘণ্টার জন্য ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন। ওরাকলের এআই সেবার চাহিদা বাড়ায় শেয়ারের দাম উত্থান করে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এলিসনের সম্পদ এক লাফে ৩৮৩.২ বিলিয়ন ডলারে পৌঁছায়।
একপর্যায়ে তার সম্পদ ১০১ বিলিয়ন ডলার বাড়ার রেকর্ডও হয়, যা একদিনে সর্বোচ্চ সম্পদ বৃদ্ধির ইতিহাস। শেয়ারবাজারে ওরাকলের শেয়ারের দাম সর্বোচ্চ ৪৩% পর্যন্ত বেড়ে, দিনের শেষে ৩৬% উত্থান নিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে ওরাকলের বাজারমূল্য দাঁড়ায় ৯২২ বিলিয়ন ডলার।
তবে ট্রেডিং শেষ হওয়ার সময় মাস্ক আবারও শীর্ষে ফেরেন। তার সম্পদ ৩৮৪.২ বিলিয়ন ডলার, যা এলিসনের চেয়ে ১ বিলিয়ন বেশি।
ইলন মাস্ক প্রথমবার শীর্ষে বসেছিলেন ২০২১ সালে। তারপর থেকে তিনি বেশিরভাগ সময় শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। এই ঘটনা দেখায়, বিশ্বের শীর্ষ ধনীর আসন কতটা অস্থির এবং অর্থনীতিতে ছোট ঘটনার প্রভাব কত বড় হতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।