বিদেশেও হামলা চালাবে ইসরায়েল? নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিয়েছেন এক বিস্ফোরক বার্তা। তিনি স্পষ্ট জানিয়েছেন, হামাসের নেতারা যেখানেই থাকুন না কেন, তাদের কোনো নিরাপত্তা থাকবে না। এর মধ্য দিয়ে তিনি বিদেশেও হামাস নেতৃত্বের ওপর আরও হামলা চালানোর ইঙ্গিত দিলেন।

নেতানিয়াহুর এই মন্তব্য এসেছে গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো এক ব্যর্থ হামলার পর। সেই হামলায় ছয়জন নিহত হলেও, শীর্ষ নেতারা বেঁচে যান। এ ঘটনায় কাতারসহ আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।

জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, প্রতিটি দেশেরই সীমান্তের বাইরে আত্মরক্ষার অধিকার আছে। তিনি আরও দাবি করেন, ওই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না।

যদিও পরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নেতানিয়াহু আর কাতারে হামলা চালাবেন না। তবে নেতানিয়াহুর সর্বশেষ এই মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top