গাজায় ইসরায়েলি হামলা: ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৫১
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে আবারও শুরু হয়েছে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা। গত ২৪ ঘণ্টায় বোমা হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ছয় বছরের যমজ শিশুও।
গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী শহরের সবচেয়ে উঁচু আবাসিক ভবন ‘আল-ঘাফরি হাইরাইজ’ বোমা মেরে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই তীব্র হামলার কারণে লাখ লাখ বাসিন্দা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে।
গত কয়েক সপ্তাহে অন্তত ৫০টিরও বেশি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই যুদ্ধে নিহত সাংবাদিকদের সংখ্যা প্রায় ২৮০ জনে পৌঁছেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এই হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই ধ্বংসযজ্ঞকে ‘সন্ত্রাসের টাওয়ার’ বললেও, এর কোনো প্রমাণ দেননি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।