রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

ইউক্রেনে প্রতিরক্ষা মন্ত্রী ও চিফ অব স্টাফের পরিবর্তন ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৫:০৫

সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও চিফ অব স্টাফের পদে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্টের বরাত অনুযায়ী, তিনি প্রতিরক্ষা মন্ত্রীর পদে মিখাইলো ফেদোরভকে প্রস্তাব করেছেন। ফেদোরভ বর্তমানে ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং তার বয়স ৩৪ বছর।

জেলেনস্কি শুক্রবার (২ জানুয়ারি) তার দৈনিক ভাষণে বলেন, “আমি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। মিখাইলো ফেদোরভকে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর পদ প্রস্তাব করেছি।”

একই দিনে প্রেসিডেন্ট নতুন চিফ অব স্টাফ হিসেবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেন। বুদানভ সামরিক গোয়েন্দা বাহিনী (জিইউআর)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পোস্টে বলেন, “নিরাপত্তা বিষয়ক এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উন্নয়নে ইউক্রেনের সবচেয়ে বেশি মনোযোগ প্রয়োজন। কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে। এসব দায়িত্ব বাস্তবায়নে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা এবং দক্ষতা কাজে লাগবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top