রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

কারাবন্দি উমর খালিদকে মামদানির চিঠি, কড়া প্রতিক্রিয়া ভারতের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৪:৫৩

সংগৃহীত

ভারতে কারাবন্দি অ্যাক্টিভিস্ট উমর খালিদকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। এ ঘটনা ভালোভাবে নেয়নি ভারত সরকার, জানিয়েছে কড়া প্রতিক্রিয়া। বিষয়টিকে ভারতের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি অসম্মান হিসেবে দেখছে নয়াদিল্লি।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, একটি গণতান্ত্রিক দেশের বিচারব্যবস্থার স্বাধীনতার প্রতি জনপ্রতিনিধিদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের পক্ষপাতমূলক মন্তব্য বা উদ্যোগ গ্রহণ শোভনীয় নয়।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হন অ্যাক্টিভিস্ট উমর খালিদ। এরপর পাঁচ বছরেরও বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ভারতের কঠোর সন্ত্রাসবিরোধী আইন অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন—ইউএপিএ’র আওতায় মামলা করা হয়। মামলাটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট।

ওই সময় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে সমর্থক ও বিরোধীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়, যাতে বহু হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় বংশোদ্ভূত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি গত মাসে যুক্তরাষ্ট্রে উমর খালিদের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি একটি হাতে লেখা চিঠি তাদের হাতে তুলে দেন, যা পরে কারাগারে থাকা উমর খালিদের কাছে পৌঁছে দেওয়া হয়। চিঠিতে উমর খালিদের প্রতি সংহতি প্রকাশ করেন মামদানি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, ব্যক্তিগত মতাদর্শ বা পক্ষপাতমূলক অবস্থান প্রকাশ না করে জনপ্রতিনিধিদের নিজ নিজ দায়িত্ব পালনে মনোযোগী হওয়া উচিত।

এনএফ৭১/এমএ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top