বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৩

ছবি: সংগৃহীত

অবশেষে গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

তিনি জানান, দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ, একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন এবং গাজা উপত্যকার পূর্ণাঙ্গ পুনর্গঠনই হবে মূল লক্ষ্য।

বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে উইটকফ বলেন, গাজার বেসামরিক শাসনব্যবস্থা পরিচালনার জন্য ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) নামে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে উপত্যকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।

গাজার শাসনভার নিয়ে আলোচনার জন্য কমিটির সদস্যরা কায়রোতে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে গাজার ভবিষ্যৎ রূপরেখা ও পুনর্গঠন পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মিশর, কাতার ও তুরস্কের যৌথ ঘোষণায় জানানো হয়েছে, এনসিএজি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি প্রশাসনের সাবেক উপ-পরিকল্পনা মন্ত্রী আলী শা’তের।

প্রসঙ্গত, প্রথম দফার যুদ্ধবিরতির পরও একাধিকবার ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। এতে শান্তি চুক্তি ভঙ্গুর হয়ে পড়ে। তবুও আন্তর্জাতিক মধ্যস্থতায় দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। উপত্যকাটির পুনর্গঠনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ বিলিয়ন ডলার। তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় এই বিশাল পুনর্গঠন কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসনের ঘোষিত ২০ দফার শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের পাশাপাশি ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরাইলি হামলা ও ত্রাণ প্রবেশে বাধার কারণে শান্তি প্রক্রিয়া এখনও বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top