ভেনেজুয়েলা সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৯:১৫
ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট ‘সাগিটা’ নামের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এটি মার্কিন বাহিনীর হাতে জব্দ হওয়া সপ্তম ট্যাংকার। এর মাধ্যমে ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের উৎপাদন ও বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করছে ওয়াশিংটন। খবর আল জাজিরার।
মঙ্গলবার (২০ জানুয়ারি) লাতিন আমেরিকায় সামরিক কার্যক্রম তদারককারী মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, ভেনেজুয়েলা থেকে তেল পরিবহন ঠেকাতে আরোপিত অবরোধের অংশ হিসেবে মোটর ভেসেল ‘সাগিটা’ জব্দ করা হয়েছে।
সাউথকম এক বিবৃতিতে জানায়, ক্যারিবীয় অঞ্চলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের তথাকথিত ‘কোয়ারান্টাইন’ অমান্য করে চলাচল করছিল ট্যাংকারটি। এটিকে আটক করা যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেরই প্রতিফলন। বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলা থেকে যেকোনো তেল রপ্তানি অবশ্যই আন্তর্জাতিক আইন ও বিধি অনুযায়ী হতে হবে।
মার্কিন সামরিক বাহিনী জানায়, ট্যাংকারটি জব্দের পুরো প্রক্রিয়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। এ সময় সাউথকম একটি ভিডিও প্রকাশ করে, যেখানে মার্কিন বাহিনীকে হেলিকপ্টারে করে জাহাজটির কাছে গিয়ে ডেকে অবতরণ করতে দেখা যায়।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত ১০ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলাসংশ্লিষ্ট ট্যাংকার জব্দ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতায় এটি সপ্তম ট্যাংকার জব্দের ঘটনা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় গত ৩ জানুয়ারি। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে পরিচালিত এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করা হয়। বিশ্লেষকদের মতে, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পেছনে মাদক ইস্যুর পাশাপাশি দেশটির বিপুল তেলসম্পদও বড় ভূমিকা রেখেছে। বর্তমানে মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কের একটি আদালতে বিচারের অপেক্ষায় রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।