বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ভাইরাল মন্তব্য নিয়ে তোলপাড়, ‘ভুয়া ও বিকৃত’ বলে দাবি টাবুর টিমের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৯:১৬

সংগৃহীত

বলিউডের আলোচিত ও গুণী অভিনেত্রী তাবাসুম ফাতিমা হাশমি, যিনি টাবু নামেই বেশি পরিচিত। বয়স পঞ্চাশ পেরোলেও এখনও ব্যাচেলর জীবন যাপন করছেন ‘দৃশ্যম’ খ্যাত এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। অভিনয় দক্ষতা ও পরিণত চরিত্র নির্বাচনের কারণে সবসময়ই আলোচনায় থাকলেও এবার টাবুকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে সম্পূর্ণ ভিন্ন এক কারণে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে টাবুকে উদ্ধৃত করে একটি মন্তব্য ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়— তিনি নাকি বলেছেন, “আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিছু না। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না।” এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই অভিনেত্রীকে লক্ষ্য করে তীব্র ও তীর্যক মন্তব্য করতে থাকেন।

তবে প্রশ্ন উঠেছে, টাবু কি আদৌ এমন মন্তব্য করেছিলেন, নাকি তার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে? এ বিষয়ে বলিউডের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। যে সাক্ষাৎকারের সূত্র ধরে এই মন্তব্য ছড়ানো হয়েছে, সেখানে টাবু এমন কোনো শব্দচয়নই করেননি।

সূত্রগুলোর দাবি, টাবু মূলত বলেছিলেন— তিনি বর্তমানে নিজের সিঙ্গেল জীবন উপভোগ করছেন এবং এই মুহূর্তে জীবনে কোনো পুরুষের প্রয়োজন বোধ করছেন না। বিয়ে বা সম্পর্কে জড়ানোর জন্য তার কোনো তাড়া নেই। ডিজিটাল প্ল্যাটফর্মে এই সাধারণ বক্তব্যকেই ‘তিল থেকে তাল’ বানিয়ে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

বিষয়টি নজরে আসার পর টাবুর টিমের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা স্পষ্টভাবে জানায়, অভিনেত্রী কোথাও এমন কোনো মন্তব্য করেননি। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া ও সম্মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে টাবুর টিম।

উল্লেখ্য, টাবু বরাবরই সংযত ও মার্জিত আচরণের জন্য পরিচিত। ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে কথা বলেন তিনি। তাই অভিনেত্রীর নামে ছড়ানো এই ধরনের ভুয়া মন্তব্য নিয়ে ইন্ডাস্ট্রির একাংশও ক্ষোভ প্রকাশ করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top